নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৮ম মেধা তালিকা ওয়েবসাইট থেকে সরানো হয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৮ম মেধা তালিকা ওয়েবসাইট থেকে আপাতত সরিয়ে নেওয়া হয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহতে ৭ম মেধাতালিকা পর্যন্ত প্রকাশ করেছে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় ৮ম মেরিট প্রকাশ করলেও তা স্থগিত ঘোষনা করে।
তেমনই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ম মেধাতালিকার পিডিএফ ওয়েবসাইটে প্রকাশ করে। কিন্তু আবার তা ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় এবং নোবিপ্রবি নোটিশে জানিয়ে দেয় ৮ম মেধাতালিকার পর পরবর্তী কার্যক্রম আপাতত স্থগিত আছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশ থেকে জানা যায়, গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞাপিত ৮ম মেধাতালিকা স্থগিত করা হয়েছে। এছাড়া ২৬-১২-২০২২ইং তারিখে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ঠিক রেখে 'বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন' চালু রেখে পুনরায় ৭ম ও ৮ম মেধাতালিকার কার্যক্রম পরিচালিত হবে। তবে ৭ম মেধাতালিকা বাতিল হবে না। শীঘ্রই গুচ্ছ টেকনিক্যাল কমিটি পরবর্তী কার্যক্রম সম্পর্কে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানিয়ে দিবে।
#গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট #গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয় #গুচ্ছ ভর্তি পরীক্ষা আপডেট