বিজ্ঞাপন

মেডিকেল ভর্তি পরীক্ষা এগিয়ে এবার মার্চে!


মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এগিয়ে এবার মার্চে অনুষ্ঠিত হবে বলে অবহিত করেন  অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। এবারের ভর্তি পরীক্ষা মার্চের ১ম বা ২য় সপ্তাহে হবে বলে তিনি অবহিত করেন।

করোনা মহামারীতে সকল ভর্তি  পরীক্ষা বিড়ম্বনা হলেও মেডিকেল ভর্তি পরীক্ষা মহামারী সময়েও চলছে। গতবছর ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এই পরীক্ষায় আবেদন করে ১লক্ষ ৪৩ হাজার ৭৩০ জন। যা পূর্বের তুলনায় রেকর্ড সংখ্যক। প্রতি সিটের বিপরীতে লড়াই করে ৩৩জনের বেশি। 

সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেলে আসন সংখ্যা  ৪৩৫০টি। আর বেসরকারি ৭২টি।  সব মেডিকেল মিলিয়ে মোট আসন সংখ্যা ১০ হাজার ৮২৯টির মতো। 

গত ১এপ্রিল স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরর অধিনে ৩৭টি কেন্দ্রে ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ থাকে, কোনো লিখিত পরীক্ষা হয় না। 

মেডিকেল কোন বিষয়ে কত মার্ক পরীক্ষা হয়-

  • পদার্থ- ২০
  • রসায়ন-২৫ 
  • জীববিজ্ঞান- ৩০
  • ইংরেজি- ১৫
  • সাধারণ জ্ঞান- ১০(বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ)


#মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, #মেডিকেলে ভর্তির যোগ্যতা, #medical admission 2021, #medical admission result 2021-22

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

বিজ্ঞাপন